কালাম কায়সারের ‘তোমার আছি তোমারই থাকব’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউড চলচ্চিত্রে আসেন মৌমিতা মৌ। এরপর ‘কুসুমপুরের গল্প’, ‘মাটির পরী’, ‘তুই শুধু আমার’, ‘একমুঠো স্বপ্ন’সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
মৌমিতার বর্তমান ব্যস্ততা আক্তারুল আলম টিনু পরিচালিত ‘ফ্রেন্ডস ফর এভার’ চলচ্চিত্রের শুটিং নিয়ে। রবিবার বগুড়ায় এই চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে পা মচকে যায় মৌমিতার। পায়ে ব্যথা নিয়েই নাকি শুটিং করেছেন। ওইদিন রাতে বগুড়া থেকে ঢাকায় ফিরেন বলে জানিয়েছেন মৌমিতা মৌ।
মৌ বলেন, ‘শুটিং স্পটে পৌঁছানোর পর গাড়ি থেকে নামতে গিয়ে পায়ে আঘাত পাই। আমরা বগুড়াতে ‘ফ্রেন্ডস ফর এভার’ চলচ্চিত্রের গানের শুটিং করতে গিয়েছিলাম। ব্যথা নিয়েই শুটিং করি। বাসায় ফিরে জ্বরও এসে যায়।’
মৌমিতা বলেন, ‘এরই মধ্যে চলচ্চিত্রটির শতকরা ৫০ ভাগ শুটিং শেষ হয়েছে। আমার বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক শক্তি খান।’
নিউজ ডেস্ক || আপডেট: ১০:০১ পিএম,৩০ নভেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur