কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার এ বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। যা সারা দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি। বোর্ডে এ বছর পাসের হার ও জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মু. আসাদুজ্জামান।
তিনি জানান, চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৪৮ হাজার ৪৬৩ জন এবং ছেলে পরীক্ষার্থী ছিল ৩৭ হাজার ৪১৭ জন। পাস করেছে মোট ৭৭ হাজার ৯০৭ জন।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার মেয়ে পরীক্ষার্থী পাস করেছেন ৪৪ হাজার ২৯১ জন আর ছেলে পরীক্ষার্থী পাস করেছেন ৩৩ হাজার ৬১৬ জন। মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৩৯ শতাংশ, ছেলেদের ৮৯ দশমিক ৮৪ শতাংশ।
মোট জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন। এর মধ্যে ৯ হাজার ৩০৭ জন মেয়ে আর ৫ হাজার ৬৮৪ জন ছেলে।
কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠান থেকে। ৫টি প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি। পাস না করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২টি ফেনী, ২টি ব্রাহ্মণবাড়িয়া এবং ১টি চাঁদপুরের।
কুমিল্লা প্রতিনিধি, ৮ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur