চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ২০২২ সালের ২৫তম ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ মিলনায়তনে ৩শ ৯৬জন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের,বিল্লাল হোসেন মোল্লা,ফানাউল্যাহ,ইউপি সদস্য মো. শাহজালাল মিয়া প্রমুখ। এসময় কলেজের সহকারী অধ্যাপক সেলিম হোসেন,বিল্লাল হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান অভি,ছাত্রলীগ নেতা রাব্বি,অন্তর হোসেন,রাফি,ফারহান মজুমদারসহ কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নন্দনপুর দ্বীনিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ¦ খায়রুল বাসার ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur