কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন সোহাগ। ওই মাদ্রাসার সাবেক সভাপতি উপজেলা যুদ্ধকালীন কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানের মৃত্যুজনিত কারনে স্থানীয় সাংসদের ডিও লেটারের প্রেক্ষিতে তাকে এ পদে মনোনীত করা হয়।
বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড,ঢাকা রেজিস্টার প্রফেসর মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারী। এক প্রতিক্রিয়ায় ওই মাদ্রাসার নব নির্বাচিত গভর্নিংবডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ বলেন, মাদ্রাসাটি প্রতিষ্ঠায় আমার বংশের পূর্ব পুরুষগন ও গ্রামবাসীর বিশেষ অবদান রেখেছেন।
বিশেষ করে আমার প্রয়াত চাচা উপজেলা যুদ্ধকালীন কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানের স্বপ্ন অনুযায়ী মাদ্রাসার একাডেমিক উন্নয়ন,মসজিদ পূন:নির্মানসহ সকল উন্নয়ন কার্যক্রম যথাযথ প্রক্রিয়ায় করা হবে। তাই মাদ্রাসার পূর্বের সুনাম ও লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষক,অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করছি।
কচুয়া প্রতিনিধি, ৯ নভেম্বর ২০২৩