১০ দিন পর ঈদুল ফিতর। আর এই ঈদে চাঁদপুরের মেকআপ প্রেমী মেয়েদের জন্য সুখবর। আর বিউটি পার্লার নয় এখন বাসায় গিয়ে দেয়া হবে পার্লারের সেবা। কম খরচে সাজিয়ে তুলতে চাঁদপুরের ফাহমিদা ঈশা তরুণীর এই উদ্যোগ। ফাহমিদা ঈশা পড়ালেখার পাশাপাশি নিজেকে উদ্যোক্তা করে তুলতে ফেসবুক পেজ মাধ্যমে মেকআপ প্রেমীদের জন্য অনলাইনের মাধ্যমে এই সেবা শুরু করেছেন।
ঈশা চাঁদপুর টাইমসকে জানান, চাঁদপুরের মেকআপ প্রেমী মেয়েদের কথা চিন্তা করে খুব কম খরচে মেকআপ লুক দিয়ে থাকি। মাত্র ৫০০ টাকা থেকে পার্টি মেকাআপ শুরু হচ্ছে। এছাড়াও ঈদ এর মেহেদির বুকিং নেয়া হচ্ছে। সেই সাথে পুরো চাঁদপুর জেলায় হোম সার্ভিস দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিশেষ দিনগুলোতে যেসব মেয়েরা অর্থের কারণে নিজের পছন্দমত সাজতে পারে না তাদেরকে বিনামূল্যে সার্ভিস দেয়া হবে। পার্লারের সেবা মতই আই মেকআপ, বেস মেকআপ, গ্ল্যম মেকআপ, পার্টি, গায়ে হলুদ, ব্রাইডাল মেকআপ করে থাকি।
যোগাযোগের জন্য ইনবক্স করুন ফেসবুকের পেজ- Beauty By Esha -https://www.facebook.com/profile.php?id=100088659665655&mibextid=ZbWKwL
স্টাফ করেসপন্ডেট, ১৩ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur