Home / চাঁদপুর / পার্বত্য অঞ্চলে চাঁদপুর বিষ্ণুদী মাদ্রাসার শিক্ষা সফর
পার্বত্য অঞ্চলে চাঁদপুর বিষ্ণুদী মাদ্রাসার শিক্ষা সফর

পার্বত্য অঞ্চলে চাঁদপুর বিষ্ণুদী মাদ্রাসার শিক্ষা সফর

বাংলাদেশের দার্জিলিং খ্যাত পার্বত্য অঞ্চল বান্দরবানে বার্ষিক বনভোজন ও শিক্ষা সফর করেছে চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা।

শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে ২৪ জানুয়ারি রাত ৯টার দিকে স্টেডিয়াম রোডের আবুলের দোকানের কাছ থেকে বান্দরবানের উদ্দেশে রওনা দেয় ৫০ জন শিক্ষক ও শিক্ষার্থী।

বান্দরবানে যাওয়ার পথে প্রথমে চট্টগ্রামের বারআউলিয়া মাজার শরীফ জিয়ারত। এরপর বায়েজিত মোস্তামি (রহ:) দরগাহ শরীফে জিয়ারত করে আবার বান্দরবানে উদ্দেশ্যে রওনা।

পাহাড়ের আঁকাবাঁকা পথ আর বৃক্ষঘেরা প্রকৃতি দ্বার বেয়ে প্রায় ৯ ঘণ্টা বাস ভ্রমণ শেষে বান্দরবানে পৌঁছায়। সেখানে গিয়ে প্রথমে ২ ঘন্টার পাহাড়ি পথ অতিক্রম করে নীলগিরি পৌঁছায় তাঁরা।

দীর্ঘ ৫ কিলোমিটার পথ হেঁটে মেঘলার চূড়ায় পৌঁছে এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ মায়ায় আটকে পড়ে শিক্ষক ও শিক্ষার্থীরা।

গাছের ছায়ায় মেঘ আর কুয়াসা ঝেকে আছে পুরো এলাকা। নীলাচলে দীর্ঘক্ষণ সময় কাটানোর পর সন্ধ্যা গড়িয়ে পুণরায় রিজার্ভ বাসে উঠে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়া হয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ০৮: ২০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply