Home / সারাদেশ / পারিবারিক অশান্তি : গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

পারিবারিক অশান্তি : গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

‎Wednesday, ‎May ‎06, ‎2015  03:04:20 PM

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী আরাফাত বেপারী (২৫) পলাতক।

সদর উপজেলার দুর্গাবর্দী গ্রাম থেকে বুধবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আসমা আক্তার (১৯) মাদারীপুর শহরের কলেজ রোডের সানু মুন্সীর মেয়ে।

এটি পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযোগ করে সানু মুন্সী বলেন, ‘বছরখানেক আগে এক লাখ টাকা যৌতুক দিয়ে আসমাকে বিয়ে দেওয়া হয় দুর্গাবর্দী গ্রামের সিরাজ বেপারীর ছেলে আরাফাতের সঙ্গে। বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি চলে আসছিল।’

তিনি বলেন, ‘সকালে আরাফাতের বাড়ির লোকজন আমাদের ফোন করে জানান, আসমা অসুস্থ। একই সময় ওই এলাকার দোলোয়ার হোসেন নামের একজন আমাদের জানান, আসমা মারা গেছে। পরে আমরা গিয়ে দেখি আসমা মৃত। আসমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

চাঁদপুর টাইমস : এমআরআর/2015

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :

https://www.facebook.com/chandpurtimesonline/likes