Home / শিক্ষাঙ্গন / পাবিপ্রবির ৯২০ আসনে লড়বে ২৫,৭০৫ জন
pabna

পাবিপ্রবির ৯২০ আসনে লড়বে ২৫,৭০৫ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-‘২০ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় এবার ৯২০টি আসনের বিপরীতে ২৫,৭০৫ জন আবেদন করেছেন। আগামি ১৫ নভেম্বর ক্যাম্পাসের একাডেমিক ভবনসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শনিবার পাবিপ্রবি’র উপাচার্য অফিস কক্ষে উপাচার্য প্রফেসর ড. এম. রোস্তম আলী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান।

ভর্তি পরীক্ষায় সাংবাদিকসহ সব মহলের সহযোগিতা কামনা করে উপাচার্য প্রফেসর ড.এম.রোস্তম আলী বলেন,‘এমসিকিউ এবং লিখিত উভয় পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার দিন তথ্যকেন্দ্র স্থাপন করা হবে।অভিভাবকদের বসার ব্যবস্থা করা হবে।

ভর্তি পরীক্ষা দুর্নীতি ওজালিয়াতি মুক্তভাবে গ্রহণের লক্ষ্যে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বার্তা কক্ষ , ২৩ অক্টোবর ২০১৯