চাঁদপুর পৌর ১৫ নং ওয়ার্ডের বিটি রোডে সপ্তাহজুড়ে সাপ্লাইয়ের পানি না থাকায় বাসিন্দাদের ভোগান্তি সৃষ্টি হয়েছে। চাহিদার তুলনায় পানি পাওয়া যাচ্ছে সামান্য, পানির অভাবে অনেকেই বাসা ছেড়ে অন্যত্র থাকছেন।
স্থানীয় ক’জন বাসিন্দার সাথে আলাপকালে জানা যায়, পৌর কর্র্তৃপক্ষকে বিষয়টি প্রথম দিকেই অবগত করা হয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি।
এরমধ্যে জলিল মোল্লা সড়কের বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগে, সেখানে পানি নেই বললেই চলে ক’জন বাসিন্দা জানিয়েছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মালেক মিয়া বৃহস্পতিবার রাতে মুঠোফোনে চাঁদপুর টাইমসকে জানান, আমাদের ওয়ার্ডের বিভিন্ন গলিতে চাঁদপুর স্টেডিয়াম এলাকার ডিপ ও বিটাক অফিস সংলগ্ন ডিপ থেকে পানি সরবারাহ করা হতো। এর মধ্যে বিটাক অফিস সংলগ্ন ডিপে যান্ত্রিক গোলযোগের কারণে পানি পর্যাপ্ত উঠছে না ও স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতার প্রস্তুতি চলছে, সেখানে ওই ডিপ থেকে পানি সরবরাহ করতে গিয়ে বিটি রোডসহ ক’টি এলাকায় পানি সংকট দেখা দিয়েছে।
তবে তিনি শুক্রবারের (১৪ এপ্রিল) মধ্যে পানি সরবরাহ ঠিক হয়ে যাবে বলে চাঁদপুর টাইমসকে জানিয়েছেন।
চাঁদপুর টাইমস রিপোর্ট
আপডেট, বাংলাদেশ সময় ২: ৫৩ এএম, ১৪ এপ্রিল ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur