Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / পানিতে পড়ে চাঁদপুরে দুই মৃগী রোগীর মৃত্যু
Death

পানিতে পড়ে চাঁদপুরে দুই মৃগী রোগীর মৃত্যু

চাঁদপুরের সদরের পৃথক স্থানে পানিতে পড়ে দু’মৃগী রোগের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তাদের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদের একজন হচ্ছেন সদর উপজেলার পশ্চিম সকদি সাহেব বাজার এলাকার মাসুদ করিমের স্ত্রী শামছুন্নাহার (৩০)। অপরজন হচ্ছে কল্যাণপুর ইউনিয়নের সফরমালী গ্রামের জাকির তালুকদার (৬০)।

গৃহবধূ শামছুন্নাহারের দেবর শামছুল আরেফিন চাঁদপুর টাইমসকে জানান, ‘শামছুন্নাহার দীর্ঘদিন থেকে মৃগী রোগী ছিলেন, সবার অজান্তে সকালে মৃগী রোগ উঠে পানিতে পড়ে যায়, পরে সকাল সাড়ের ৯ টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।’

অপরজনের ভাই মজিব তালুকদার চাঁদপুর টাইমসকে জানায়, ‘জাকির মৃগী রোগী, সকাল সাড়ে ১১ টার দিকে জাকির সবার অজান্তে বাড়ির পাশে রঘুনাথপুর ঘাট দিয়ে নদীতে পড়ে যায়, পরে তিনি গোসল করতে লাশ ভেসে উঠতে দেখেন।’

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির আহমেদ চাঁদপুর টাইমসকে জানায়, ‘দু’জনকেই পৃথক সময়ে স্বজনরা মৃত অবস্থায় নিয়ে আসে।’

পানিতে পড়ে চাঁদপুরে দুই মৃগী রোগীর মৃত্যু

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply