চাঁদপুর পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে’ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া।
বিদ্যালয়ের দাতা সদস্য আ. লতিফ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মাঝি, সাবেক কাউন্সিলর চাঁন মিয়া মাঝি, চাঁদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস, আয়শা রহমান, শিক্ষা কর্মকর্তা আ. ওহাব গাজী, সমাজসেবক মো. শফিকুর রহমান মোল্লা, মো. শফিকুর রহমান বকাউল।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নূরুল আলম মিজি (নূরু মিজি) ও সদস্য আলমগীর হোসেন মৃধার যৌথ পরিচালনায় নূরে আলম (মনির মোল্লা), আমিন হোসেন মোল্লা, মোস্তফা কামাল চৌধুরী, সহিদ চৌধুরী, কবির হোসেন মাঝি, সুমন চৌধুরী, শেখ খলিলুর রহমান, মহসীন চৌধুরী, হারুনুর রশিদ (জাকির বন্দুকশী), মনির হোসেন তালুকদার, মানিক মোল্লা সহ অন্যান্যরা ক্রীড়া প্রতিযোগীতার সার্বিক দায়িত্ব পালন করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ৯: ৩০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur