Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ‘শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে ফরিদগঞ্জে রেলপথ হবে’
Samsul Hoque Bhuyan
ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

‘শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে ফরিদগঞ্জে রেলপথ হবে’

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে ফরিদগঞ্জে রেলপথ নির্মিত হবে বলে জানিয়েছেন চাঁদপুর – ৪ আসনের সাংসদ ড. শামছুল হক ভূঁইয়া এমপি। এ সংক্রান্ত একটি প্রস্তাবনাও তিনি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে উপস্থিত জনসাধারণকে জানিয়েছেন।

ফরিদগঞ্জে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংসদ বলেন, ‘রাজধানীসহ সারাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজতর করার লক্ষ্যে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর-লক্ষ্মীপুর-চট্রগ্রাম সাথে রেল সংযোগ স্থাপন করার জন্যে মন্ত্রণালয়ে আমি একটি প্রস্তাবনা পাঠিয়েছি। এ অঞ্চলে রেলপথ স্থাপনের বিষয়টি সরকারের সুবিবেচনায় রয়েছে। আমি আশাবাদী আ’লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসলে অবশ্যই ফরিদগঞ্জের উপর দিয়ে রেলপথ হবে। আবারো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এটা আমাদের বিশ্বাস।’

উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া আরো বলেন, ‘ফরিদগঞ্জে কোন শিল্প প্রতিষ্ঠান নাই। যদি রেল লাইন স্থাপন হয়ে যায় তাহলে এখানে সরকারি ও ব্যক্তি মালিকানায় বিভিন্ন শিল্পপতিষ্ঠান গড়ে উঠবে। শিক্ষিত বেকাররা সেখানে চাকুরি করতে পারবে, নতুন কর্মস্থানের সৃষ্টি হবে।’

মরা ডাকাতিয়া নদী সংস্কার করে পর্যটন কেন্দ্র স্থাপন প্রসঙ্গে সাংসদ বলেন, ‘ডাকাতিয়া নদী সংস্কার করে বড় ধরনের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। যার মাধ্যমে এখানে চিত্তবিনোদন কেন্দ্রের যে সংকট রয়েছে তা দূর হবে।’

ফরিদগঞ্জে গ্যাস লাইন স্থাপন সর্ম্পকে তিনি বলেন, ‘ফরিদগঞ্জে গ্যাস নাই। এটা আমাদের দুর্ভাগ্য। জাতীয় সংসদে আমি ওয়াদা করেছিলাম গ্যাস সংযোগ স্থাপনের সকল টাকা আমি দেবো, তারপরেও গ্যাস সংযোগ দেওয়া হোক। কিন্তুও গ্যাসের সল্পতার কারনে সেটা বাস্তবায়ন হয় নাই। বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন গ্যাস লাইন দিবেন। এছাড়া ফরিদগঞ্জে এলএনজি গ্যাস স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যার মাধ্যমে গ্যাস চালিত যানবাহনের ভোগান্তি দূর হবে। আশা করি ২/১ বছরের মধ্যে তা বাস্তবায়িত হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, ভাইস চেয়ারম্যান রীনা নাসরিন, উপজেলা প.প. কর্মকর্তা জাহাংগীর আলম শিপন, থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি রফিকুল আমিন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী শফিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর মো. জামাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রমুখ।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
৩০ অক্টোবর, ২০১৮