পরিবেশ রক্ষার্থে গাছ লাগাই নিজে বাঁচি অন্যকে বাঁচাই। এ স্লোগানে চাঁদপুরের ত্রিপুরা যুব সমাজের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার চাঁদপুরের সমাজকর্মী লায়ন মাহমুদ হাসান খানের সহযোগিতায় সদর উপজেলায় বালিয়া ইউনিয়ন ত্রিপুরা সম্প্রদায়ের মাঝে এ কর্মসূচির আয়োজন করা হয়।
চাঁদপুরের বিশিষ্ট সমাজ সেবক লায়ন মাহমুদ হাসান খান গাছ লাগানোর আহবান জানিয়ে বলেন, ‘আসুন সবাই মিলে একটি করে গাছ লাগাই,পরিবেশ রক্ষায় সবাই এক হয়ে দেশের হয়ে কাজ করি। পুরো পৃথিবী করোনার মহামারির কারণে নিস্তব্ধ হয়ে আছে,ভালো নেই পৃথিবীর মানুষগুলো। সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে সকল স্বাস্থ্যবিধি মেনে নিজে সতর্ক থাকতে হবে অন্যদেরও সতর্ক রাখতে হবে।’
কর্মসূচির বিষয়ে মি. হাসান জানান, ‘অসাধারণ এক ভালো লাগার দিন টি ছিল আজ। গত ২০ বছর ধরে হাজারো গাছের চারা বিতরণ করেছি। তবে আজকের মত এত ভাল লাগেনি কখনও। আজ আদিবাসি এিপুরা সম্প্রদায়ের মানুষের মাঝে গাছের চারা বিতরণ করতে গিয়ে ৮০ ঊর্ধ্ব মানুষটির হাতে ২ টি চারা উঠিয়ে দেয়ার অনুভুতি ঠিক বলে বুঝাতে পারবো না। এই বয়সেও মাতৃসমতুল্য মানুষটি এসেছে একটা গাছের চারা নিতে। অবাক লাগছে নিজের কাছে। গাছের প্রতি কতটা ভালোবাসা থাকলে পর এটা সম্ভব। জানিনা মানুষটি কতদিন বাঁচবে তবে আমার স্মৃতিপটে থাকবে চিরকাল। আজ নিজের কাছেই নিজকে অনেক বেশি ভাল লাগছে, অন্ততঃ এ জীবনে একটা ভালো কাজ এর স্মৃতি রেখে যেতে পারলাম তাই ভেবে। সৃষ্ঠিকর্তা বৃদ্ধার নেক হায়াত দান করুন। ’
স্টাফ করেসপন্ডেন্ট, ২৮ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur