Home / উপজেলা সংবাদ / কচুয়া / কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজ চক্রের কচুয়ার দুজনসহ ১২ সদস্য আটক
পরিবহনে

কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজ চক্রের কচুয়ার দুজনসহ ১২ সদস্য আটক

কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলা অভিযান চালিয়ে পরিবহনে চাঁদাবাজ চক্রের ১২ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।

র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মো. সাকিব হোসেন রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে মাসুদুর রহমান (৪০), একই এলাকার বল্লভপুর পশ্চিম পাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রনি হাসান (২১), কুমিল্লা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডে মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. জনি (২৪), ৬ নম্বর ওয়ার্ডের শুভপুর এলাকার সঞ্জয় চন্দ্র দাসের ছেলে প্রকাশ চন্দ্র দাস (২২), ১৫ নম্বর ওয়ার্ডের কাশারি পট্টি এলাকার জলিল মিয়ার ছেলে মো. শুভ (২২), নগরীর ২য় মুরাদপুর এলাকার রওশন আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (৪০) ও জেলার নাঙ্গলকোট উপজেলার গংগারচর এলাকার মো. আবুল হাসেমের ছেলে মো. মিজান (২৪), মনোহরগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে মো. সাকিব (১৯), চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মো. জিহান (১৯), একই উপজেলার কইলাইন গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে মো. আকাশ (২০), গাজীপুরের কাপাসিয়া উপজেলার মৃত আযহার আলীর ছেলে মো. তানভীর (২০), পঞ্চগড়ের আওটারি উপজেলার রামপুর রাখালদীঘি গ্রামের ফয়সাল মিয়ার ছেলে মো. জুয়েল (২১)।

কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজ চক্রের ১২ সদস্য আটক

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন সড়কে পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্যরা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক, ট্রাক ও কভার্ডভ্যানসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের নিকট হতে জোরপূর্বক টাকা গ্রহণ করে আসছে। ভুক্তভোগীরা এ বিষয়ে র‍্যাবের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ করলে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।