Home / আন্তর্জাতিক / পরিচয় মিলেছে সৌদিতে নিহত ১০ বাংলাদেশির
Accident

পরিচয় মিলেছে সৌদিতে নিহত ১০ বাংলাদেশির

বুধবার (১ মে) সৌদি আরবের শাকরা শহর হতে মদিনার পথে ২০ কিলোমিটার দূরে সকাল ৬:১৫ মিনিটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। উক্ত দূর্ঘটনায় আল হাবিব কোম্পানি ফর ট্রেডিং কমার্সিয়াল কন্ট্রাক্টস লিঃ-এর ১৭ জন শ্রমিক হতাহত হন।

সবশেষ রিয়াদ বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী একটি মিনিবাসে করে উক্ত ১৭ জন শ্রমিকক তাদের কর্মস্থলে গমনকালে এ দুর্ঘটনা ঘটে। মিনিবাসের মোট আরোহীর সংখ্যা ছিল চালকসহ ১৭ জন। এদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরও ২ জনকে চিকিৎসার জন্য রিয়াদে স্থানান্তর করা হয়। আহত অন্য তিনজনকে শাকরা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আরোও দুইজনকে শাকরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় নিম্নরূপ-

মৃত:

বাহাদুর, পিতা: হাবেজ উদ্দিন, মাতা: মালেকা, ঠিকানা: ঝাগরমান, কালিহাতি, টাঙ্গাইল, পাসপোর্ট নম্বর: BW0337299, রফিকুল ইসলাম, পিতা: মোঃ আনোয়ার হোসেন, মাতা: মোসা: হিরা খাতুন, ঠিকানা: মাধবপুর. বাহাদুরপুর, ভেড়ামাড়া, কুষ্টিয়া, পাসপোর্ট নম্বর: BW0798074, মোঃ ইউনুস আলি, পিতা: মোঃ আব্দুল খালেক, মাতা: মোসাঃ আমেনা খাতুন, ঠিকানা: রঘুনাথপুর, আলিপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, পাসপোর্ট নম্বর: BY0525493,জামালউদ্দিন মাঝি, পিতা: মান্নান মাঝি, মাতা: নুরজাহান, ঠিকানা: তারাকান্দি, মনোহরদি, নরসিংদী, পাসপোর্ট নম্বর: BN0571736।

গিয়াসউদ্দিন মৃধা, পিতা: মোঃ তফিজউদ্দিন মৃধা, মাতা: মোসাঃ হামিদা, ঠিকানা: তেগরা, মান্দা, নওগাঁ, পাসপোর্ট নম্বর: BL0177817, মোঃ জুয়েল, পিতা: মোঃ গিয়াসউদ্দিন, মাতা: আমেনা খাতুন, ঠিকানা: বাহাদিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, পাসপোর্ট নম্বর: BE0245406,ইমদাদুল, পিতা: রশিদ, মাতা: মোসাম্মত কাজলি বেগম, ঠিকানা: তাতারদি, শেখেরগাঁ, মনোহরদি, নরসিংদী, পাসপোর্ট নম্বর: BX0400348, মোঃ মানিক, পিতা: মোঃ রমজান আলী, মাতা: মোসাঃ মানিকজান, ঠিকানা: তুরুকবাড়িয়া, মান্দা, নওগাঁ, পাসপোর্ট নম্বর: BX0505953, মোঃ আল আমিন, পিতা: আব্দুল মান্নান শেখ, মাতা: পদেনা বেগম, ঠিকানা: দমনমারা, খিদিরপুর, মনোহরদি, নরসিংদী, পাসপোর্ট নম্বর: BP0049523 নাম: মোঃ মনির হোসেন , পিতা: মোঃ শামসুল হক, মাতা: মমতাজ বেগম, ঠিকানা: কস্তুরিপাড়া, কালিহাতি, টাঙ্গাইল, পাসপোর্ট নম্বর: BX0564818।

গুরুতর আহত:

নুরুল ইসলাম, পিতা: নায়েব আলী, মাতা: রোমেসা, ঠিকানা: বলদি কোকধরা, কালিহাতি, টাঙ্গাইল, পাসপোর্ট নম্বর: BN0691843, প্রিন্স মোঃ বিন আব্দুল আজিজ হাসপাতাল, রিয়াদে ভর্তি, মোঃ রশিদুল ইসলাম, পিতা: মোঃ ফজলু শেখ, মাতা: মোসাম্মত মাবিয়া খাতুন, ঠিকানা: ওয়ার্ড নম্বর ০৩, জুনিয়াদহ, ভেড়ামারা, কুষ্টিয়া, পাসপোর্ট নম্বর: BH0376562, কিং সউদ মেডিকেল সিটি, রিয়াদে ভর্তি

আহত:

মোঃ নাজমুল, পিতা: মামুদ মিয়া, মাতা: সপ্না বেগম, ঠিকানা: ডাংরি, গোবিন্দপুর, হোসেনপুর, কিশোরগঞ্জ, পাসপোর্ট নম্বর: BY0093632, শাকরা জেনারেল হাসপাতালে ভর্তি, মোঃ ইউসুফ আলী, পিতা: মোঃ আব্দুর রশিদ, মাতা: মোসাঃ ফাতেমা খাতুন, ঠিকানা: উরপা, জয়পুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, পাসপোর্ট নম্বর: BX0669570, শাকরা জেনারেল হাসপাতালে ভর্তি, ফুল মিয়া, পিতা: ফরিদ মিয়া, মাতা: জোহরা খাতুন, ঠিকানা: আয়ুবপুর, বাঞ্চারামপুর, বি বাড়িয়া, পাসপোর্ট নম্বর: BT0156908, শাকরা জেনারেল হাসপাতালে ভর্তি,রায়হান মিয়া, পিতা: মেনু মিয়া, ঠিকানা: ছাইয়া আলাদিবাজার, নারান্দি, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ

নাম: রাজিব, বিস্তারিত পরিচয় জানা যায়নি

বাংলাদেশ দূতাবাস, রিয়াদের শ্রম কল্যাণ উইং-এর আইন সহকারী জনাব জুবায়ের আহমেদ গতকাল রাতেই ঘটনাস্থলে গমন করেন এবং সেখানে অবস্থান করে সরেজমিনে তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করছেন। রাষ্ট্রদূত মহোদয় সার্বিক বিষয় তত্ত্বাবধান করছেন।

প্রতিবেদক:সাগর চৌধুরী
৩ মে ২০১৯