একজন চিত্রনির্মাতাকে পাওনা টাকা চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে ওই নির্মাতার নাম প্রকাশ করেননি ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ততম নায়িকা ও সদ্য প্রযোজকের খাতায় নাম লেখানো পরীমনি।
পরীমনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে শনিবার দিবাগত রাতে এসব জানান। পরীমনি নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেন, ‘২৪ ঘণ্টা সময় এর মধ্যে আমার পাওনা টাকা নিজ দায়িত্বে দিয়ে যাবেন আমার সম্মানিত ডিরেক্টর সাহেব। নামটা ২৪ ঘণ্টা পর লিখবও। যদি এর মধ্যে আমি টাকা না পাই।’
পরীমনি জানান পাওনা টাকার জন্য দুই বছর ধরে ঘুরছেন। কিন্তু এর মধ্যে ওই পরিচালক টাকা পরিশোধ করছেন না। ওটা কোনো পেমেন্ট ছিল না। নগদ টাকা ধার নিয়েছিলেন ওই পরিচালক। পরীমনি বলেন, ‘ভুলে গেছেন, ওটা পেমেন্ট ছিল না, ধার নিয়েছিলেন সাহেব। এভবার বুঝবেন মুনাফেকগিরি কি জিনিস!’
সম্প্রতি বিএফডিসি’র ৭ নম্বর ফ্লোরে আনুষ্ঠানিকভাবে নিজের প্রযোজনা সংস্থার নাম ও কর্মপরিধির কথা জানান পরীমনি। এ সময় সবাইকে চমকে দিয়ে পরী প্রযোজিত প্রথম সিনেমাসম্প্রতি র নামও ঘোষণা করেন এ নায়িকা। ‘ক্ষত’ নামে এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন পরীমনি ও জায়েদ খান। (কালেরকণ্ঠ)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur