স্টাফ করেসপন্ডেন্ট:
ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার আওড়া গ্রামের মৃত মুজালী’র স্ত্রী হাজেরা বেগম নামের ৮০ বছরের এক বৃদ্ধা পথ হারিয়ে এখন চাঁদপুরের ১১ নং ইব্রাহীমপুর ইউনিয়নে রয়েছেন। তার পিতার নাম মৃত মিন্নত সিকদার।
গত ৩ আগষ্ট সে ঢাকার মোহাম্মদপুরের ছেলের বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার সময় পথ হারিয়ে ১১নং ইব্রাহিমপুর চর-ফতেজংপুর গ্রামের চলে আসেন। পরে সেখানে অচেনা বৃদ্ধা হাজেরাকে স্থানীয় লোকামান নামের একজন তার বাড়িতে আশ্রয় দেয়। বর্তমানে তিনি ওই বাড়িতে রয়েছেন।
চাঁদপুর মডেল থানা পুলিশের সূত্রে জানা যায়, বৃদ্ধা হাজেরা যতোটুকু জানিয়েছেন তার বাড়ি ঝালকাঠি কাঠালিয়া থানার আওড়া গ্রামে। তারা স্বামীর নাম মৃত মুজালী, বড় ছেলের নাম হিরণ, মেয়ের নাম লাইলী বেগম ও ভাইয়ের নাম ইসমাইল সিকদার। বৃদ্ধা এই মহিলাকে কেউ চিনে থাকলে অনুগ্রহ করে চাঁদপুর মডেল থানায় ০১৯৭৫৫৬৬০০১ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
চাঁদপুর টাইমস-এবিআর/ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur