মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকার এক বাসিন্দা। আজ সকাল ৮টায় বগলা বজারে যতীন্দ্র ভবনে এই ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি প্রদীপ বণিক প্রায় ২০ বছর যাবত বগলা বাজারের শ্রীগুরু শিল্পালয়ে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন। সিসি টিভি ফুটেজে তার মৃত্যুর ভিডিও রেকর্ড হওয়ায় তা দেখতে আসেন এলাকার পাড়া-প্রতিবেশীরা।
ঘটনার দিন সকালে তিনি মহান বিজয় দিবসের পতাকা উড়ানোর জন্য প্রস্ততি নিচ্ছিলেন। সিসি টিভি ফুটেজে দেখা যায় একটি বাঁশের দন্ডে পতাকা বাঁধার সময় তিনি চিৎ হয়ে বারান্দার ফ্লোরে পড়ে যান। মৃত্যুকালে প্রদীপ বণিকের বয়স হয়েছিল ৫৫ বছর।
তার মৃত্যুতে বগলা বজার এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। তিনি আজমিরীগঞ্জ উপজেলার শমীপুর গ্রামের মৃত নানু বণিকের ছেলে।
বার্তা কক্ষ, ১৬ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur