ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার পল্লী বিদ্যুতের সম্মুখে পড়ে ছিলেন একজন অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তি। দুইদিন যাবত পড়েই ছিলেন। কেউ ফিরেও তাকাচ্ছিলনা কেউ।
অবপড়ে থাকা লোকটির চিকিৎসা এবং সার্বিক সহযোগিতায় দায়িত্ব নিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন।
তাঁর নির্দেশে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ নূরুল ইসলাম লোকটিকে উদ্ধার করেন।
এ সময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এসআই মোঃ আবুল কালাম উপস্থিত ছিলেন।
মানসিক ভারসাম্যহীন লোকটিকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম ইমরুল, ২৭ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur