বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৌ-বিহার এমভি সুন্দরবন-১০ লঞ্চ যোগে নদীতে ভ্রমণকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে মূখ্য সচিব আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব আলাউদ্দিনসহ সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা চাঁদপুর ভ্রমণ করেছেন।
ভ্রমণকালে শনিবার (২৯ অক্টোবর) চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক অতিথিদের কাছে চাঁদপুরের উন্নয়ন কর্মকান্ডগুলো তুলে ধরেন এবং চাঁদপুরে বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন।
মূখ্য সচিব আবুল কালাম আজাদ জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলকে চাঁদপুরের উন্নয়নের জন্য সমস্যাগুলো সমাধানের জন্য আশ্বাস দেন।
অতিথিদের গ্রহণকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সামসুন্নাহার, নৌ পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, স্থানীয় সরকারে উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, এনডিসি কাজী মহসীন উজ্জল, সহকারি পুলিশ সুপার (সদর র্সাকেল) মো. নজরুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানা ওসি ওয়ালী উল্লাহ ওলিসহ প্রশাসনের ও পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ।
এসময় জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Anwarul-Hoque.jpg” ] প্রতিবেদক- আনোয়ারুল হক[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur