জাতীয়

নৌপরিবহন অধিদফতরের নতুন ডিজি আবদুস সবুর মণ্ডল

নৌপরিবহন অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে যুগ্মসচিব আবদুস সবুর মণ্ডলকে নিয়োগ দেয়া হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়, তিনি সরকারি আবাসন পরিদফতরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

আরও পড়ুন..চাঁদপুরের ১৮তম জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল

নৌপরিবহন অধিদফতরের বর্তমান মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলামের চাকরির মেয়াদ আগামী আগস্ট মাসে শেষ হবে। এজন্য তাকে শিগগিরই নৌবাহিনীতে ফিরিয়ে নেয়া হবে।

আবাসন পরিদফতরে নতুন পরিচালক

সরকারি আবাসন পরিদফতরের নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্মসচিব মো. জিল্লুর রহমান চৌধুরী।

একই আদেশে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ট্রাফিক ইঞ্জিনিয়ার (যুগ্মসচিব) মো. আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক এ কে এম মাসুদুর রহমানকে জরিপ অধিদফতরের পরিচালক করা হয়েছে।

বার্তা কক্ষ,৯ জুলাই ২০২০

Share