অভিনয়ের পাশাপাশি এবার রাজনীতিতেও নাম লেখালেন অভিনেতা সোহেল খান। সারা দেশে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ এলাকা ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি।
ইউনিয়নবাসীর উন্নয়ন ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে চান ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেতা। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখার ব্যাপারে বেশ প্রত্যয়ী ছিলেন তিনি।
পেশাগত জীবনে কখনও এমপি, কখনও সমাজপতি এবং একাধিক নাটকে চেয়ারম্যানের ভূমিকায় অভিনয়ে সুনাম কুড়ালেও এবার বাস্তবেই সেই সুনাম মুঠোবন্দি করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছেন সোহেল খান।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশেষ ভূমিকা রাখতে চাই। স্বজনপ্রীতি না হলে নৌকা প্রতীক আমি বরাদ্দ পাব। এলাকার সাধারণ মানুষ আমাকে প্রচুর ভালোবাসে। যদি বঞ্চিত মানুষের উন্নয়নে কিছু করতে পারি তবে নিজেকে ধন্য মনে করব।’ (বাংলামেইল)
নিউজ ডেস্ক : আপডেট ১:০৪ এএম, ২৪ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ