চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ২৭ জুলাই সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।এছাড়া নির্বাচনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান,পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত।
নির্বাচনে বর্তমান ইউপি সদস্য ও চেয়ারম্যান পদ প্রার্থী ইকবাল হোসেন হাওলাদার (প্রতীক ঘোড়া) এর কাছে পরাজিত হলেন বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন ( প্রতীক নৌকা)।
নির্বাচনের দায়িত্বে¡ থাকা রিটার্নিং অফিসার আবু জাহের ভূঁইয়া বুধবার সন্ধ্যায় বেসরকারিভাবে ইকবাল হোসেন হাওলাদার কে বিজয়ী ঘোষণা করেন। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৭০। অপরদিকে সৈয়দ মনজুর হোসেন রিপন পেয়েছেন ৪ হাজার ৮৪১ ভোট।
এছাড়াও নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা শরিফুল ইসলাম সুজন (প্রতীক হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৩৬৪ ভোট।
সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে শহীদ মিয়াজী (মোরগ প্রতীক) ৮শ ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ মানিক মিয়া (তালা প্রতীক) পেয়েছে ৬শ ৯৭ ভোট। ২নং ওয়ার্ডে তাপস চন্দ্র সরকার (ফুটবল প্রতীক) ৮শ ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী অঞ্জন সরকার (তালা প্রতীক) পেয়েছে ৪শ ৬৪ ভোট পেয়েছে। ৩নং ওয়ার্ডে জসিম উদ্দিন (ফুটবল প্রতীক) ৪শ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোস্তফা কামাল (টিউবওয়েল প্রতীক) ২শ ৯৫ ভোট পেয়েছে। ৪নং ওয়ার্ডে মোঃ আঃ মজিদ (ফুটবল প্রতীক) ৫শ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ মহসিন (মোরগ প্রতীক) ৪শ ৯৫ ভোট পেয়েছে। ৫নং ওয়ার্ডে খোকন মিয়া (ফুটবল প্রতীক) ৬শ ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বোরহান উদ্দিন (তালা প্রতীক) ৫শ ৩১ ভোট পেয়েছে।
৬নং ওয়ার্ডে মোঃ কাউসার মিয়া (ফুটবল প্রতীক) ৪শ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আলাউদ্দিন (টিউবওয়েল প্রতীক) ৩শ ৬১ ভোট পেয়েছে। ৭নং ওয়ার্ডে মোস্তফা খন্দকার (মোরগ প্রতীক) ৫শ ২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী রফিকুল ইসলাম (তালা প্রতীক) ৫শ ১ ভোট পেয়েছে। ৮নং ওয়ার্ডে আঃ মতিন (তালা প্রতীক) ১হাজার ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সেলিম মিয়া (মোরগ প্রতীক) ৮শ ৩৪ ভোট পেয়েছে। ৯নং ওয়ার্ডে মোঃ শামীম মিয়া (তালা প্রতীক) ৩শ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হাবিব উল্লাহ (মোরগ প্রতীক) পেয়েছে ২শ ৩৭ ভোট পেয়েছে।
এছাড়াও উপাদী উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনী ইউসুফ হাজরা (মোরগ প্রতীক) ৫শত ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী তোফায়েল মিয়া (টিউবওয়েল প্রতীক) ৩শত ৫৯ ভোট পেয়েছে।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে জোহরা বেগম (বই প্রতীক) ২হাজার ৫শত ৩১ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জো¯œা বেগম (কলম প্রতীক) ১হাজার ২শত ৭৬ ভোট পেয়েছে। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪,৫,৬ নং ওয়ার্ডে রোকেয়া বেগম (বই প্রতীক) ২হাজার ১শত ৫২ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী রানু বেগম (মাইক প্রতীক) ১হাজার ৫শত ৯০ ভোট পেয়েছে। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭,৮,৯ নং ওয়ার্ডে মিশু বেগম (মাইক প্রতীক) ২হাজার ৯শত ৩১ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী শিরিনা বেগম (কলম প্রতীক) ১হাজার ৭শত ৫৪ ভোট পেয়েছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৭ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur