Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ‘নৌকাই হবে স্মার্ট মতলব, মতলব হবে মিনি সিঙ্গাপুর’
নৌকাই

‘নৌকাই হবে স্মার্ট মতলব, মতলব হবে মিনি সিঙ্গাপুর’

চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সহধর্মিণী মিসেস সবর্ণা চৌধুরী বীনা বলেছেন, নির্বাচন বানচাল করতে বিএনপি জামায়াত দেশে অস্থিরতা তৈরি করতে চায়। নৌকায় ভোট দিয়ে আবারও আবারো আপনাদের প্রিয় নেতা মতলবের উন্নয়নের রুপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে সুযোগ দিবেন। আর তাহলে মতলব হবে স্মার্ট ও মিনি সিঙ্গাপুর।

শনিবার ২৩ ডিসেম্বর বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাও উত্তর ইউনিয়নের বালুর মাঠে নৌকার পক্ষে উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সহধর্মিণী সুর্বণা চৌধুরী বিনা এ কথা বলেন।

সুবর্ণা চৌধুরী বীণা বলেন,নোকা স্বাধীনতা দিয়েছে, নৌকা উন্নয়ন দিয়েছে। নৌকায় ভোট দিয়েছেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দপশের মর্যাদা পেয়েছে।

আজকে আপনাদের সাথে আপনাদের প্রিয় নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু যিনি মৃত্যুর আগপর্যন্ত মতলবের মানুষকে সেবা করে গেছেন। তার শেষ স্বপ্ন ছিলো তার বাবাকে এমপি ও মন্ত্রী হিসেবে বানানো। তার বাবাকে সম্মান পাওয়া। আমরা পুরো পরিবার আজকে শোকাহত। এই শোককে শক্তি হিসেবে দেখি আপনাদের কারনেই। আপনাদের মাঝেই আজকে দিপু চৌধুরীকে দেখতে পাচ্ছি। আপনাদের প্রতি আমার অনুরোধে আমার স্বামী দিপু চৌধুরীর শেষ স্বপ্ন পূরণে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসনে আওয়ামীলগের মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

কারন নৌকা জয়লাভ করলেই আমরা শান্তিতে থাকতে পারবো। দেশের উন্নয়ন হবে, আমাদের ভাগ্যর পরিবর্তন হবে।আপনার যদি শান্তি চান, যদি শান্তির পক্ষে আপনাদের অবস্থান হয়, তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিতে হবে।

সূবর্না চৌধুরী বীনাআরও বলেন,পুরুষের তুলনায় নারী ভোটার বেশি। তাই নারীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। আমি মা-বোনদের অনুরোধ করে বলবো উন্নয়নের স্বার্থে ৭ জানুয়ারী নির্বাচনের দিন সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। সবাইকে বলবেন নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য। কারন নৌকা হচ্ছে উন্নয়নের মার্কা।

আপনার জানেন,কিছুদিন আগে আপনাদের প্রিয়নেতা আমার স্বামী সাজেদুল হোসেন চৌধুরী দিপু মারা গেছেন। ওনার স্বপ্ন ছিল মতলবকে মিনি সিংগাপুর গড়বেন। যদি ওনি থাকতো তাহলে তার বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে নিয়ে সেই কাজ করতেন। আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

আমি আপনাদের কথা দিচ্ছি, যদি চাঁদপুর -২ আসনে নৌকাকে বিজয়ী করেন তাহলে আমার স্বামীর স্বপ্ন মিনি পূরন করতে মতলবকে মিনি সিংগাপুর পরিনত করবে।

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মানুষকে নিজের পরিবার মনে করে তাদের ভাগ্যোন্নয়নে কাজ করছেন জানিয়ে সূবর্ণা চৌধুরী বীণা বলেন,আমার শ্বশুর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম দুইবার এমপি, মন্ত্রী হবার সুযোগ পেয়েছেন। আমাদের পরিবারের কোন চাওয়া পাওয়ার নাই। আমার স্বামী দিপু চৌধুরী মতলবের মানুষের সেবার করার মধ্যেই না ফেরার দেশে চলে গেছেন। আমরা পুরো পরিবার আজ শোকাহত। এই শোকাবহ পরিবেশে আপনাদের ভালোবাসার কারনে তবু আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের কাছে শুধু একটাই চাওয়া আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের সকলের প্রিয় নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মা শান্তি পাবে।

মতলব দঃ নায়ের গাও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্ত্বে আরও বক্তব্য দেন- জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদিন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ কবির আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, ১ নং নায়েরগাও উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মিয়াজী, ইউনিয়ন আওয়মীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির ডাক্তার, সদস্য ফারুক মিয়া, মতলব দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আখি, ইউপি সদস্য মাহবুব পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, আবুল খায়ের, নেতা মেহেদী হাসান অপু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল আহমেদ শাহীন প্রমুখ।

প্রতিবেদক: কামাল হোসেন খান, ২৩ ডিসেম্বর ২০২৩