Home / চাঁদপুর / নোংরা পরিবেশে খাবার বিক্রি : চাঁদপুরের ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নোংরা পরিবেশে খাবার বিক্রি : চাঁদপুরের ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নোংরা পরিবেশে খাবার বিক্রি : চাঁদপুরের ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট :

চাঁদপুর শহরে ভ্রাম্যমাণ অভিযানে ৪টি হোটেল রেস্তোরাঁকে নোংরা পরিবেশে খাবার বিক্রির অপরাধে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন।

শনিবার (৪ জুলাই) বিকাল ৫টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সৈকত ইসলাম।

চাঁদপুরের মার্কেটিং অফিসার এনএম. রেজাউল ইসলাম জানান, ‘নোংরা পরিবেশে খাবার বিক্রি ও পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকায় শহরের তাজ হোটেল এন্ড রেস্তোরাঁ, আল-হেলাল হোটেল, ঢাকা হোটেল ও জাহাঙ্গীর স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় জরিমানা করা হয়।

অভিযানে চাঁদপুর মডেল থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৯:৪৬ অপরাহ্ন, ২০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ০৪ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি