Home / লাইফস্টাইল / চাঁদপুর বিপণীবাগে মাছ-মুরগী কেটেই চলে যাদের জীবন-জীবিকা
চাঁদপুর বিপণীবাগে মাছ-মুরগী কেটেই চলে যাদের জীবন-জীবিকা

চাঁদপুর বিপণীবাগে মাছ-মুরগী কেটেই চলে যাদের জীবন-জীবিকা

নূরুল ইসলামের জীবন-জীবিকালেখাপড়া তেমন করেনি। বর্তমানে এ কাজেই বসবাস করছেন ফরিদগঞ্জের রূপসায় । প্রায় ৩ বছর ধরেই নূরুল ইসলাম এ পেশায় স্বাচ্ছন্দ্যেই দৈনন্দিন জীবন নির্বাহ করছে ।

নূরুল ইসলামের সাথে কাজের ফাঁকে আলাপ চারিতায় জানা যায় সংসারের টানাপোড়নের এক পর্যায়ে যখন তার বয়স ১৪ বছর ভবঘুরের মতো চাঁদপুরের একটি বাসে উঠে শহরের বিপনীবাগ এলাকায় বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা শুনতে থাকে।

এরই এক পর্যায়ে বিপনীবাগে এক মাছ মুরগী কাটার দোকানে হেলপারের চাকুরী নেয়। বছর দু’এক পর মাছ-মুরগী কাটার কাজে পারদর্শী হয়ে তখন এক শুভাকাঙ্খির পরামর্শে ফরিদগঞ্জ রূপসা বাজারে চলে আসে।

এ বাজারে এসে সে বারোশ’ টাকা দিয়ে একটি মাছ-মুরগি কাটার একখানা বটি দাও ক্রয় করে। এ দাও খানা দিয়ে এখন সে রূপসা বাজার তথা ফরিদগঞ্জ,গৃদকালেন্দিয়া,খাজুরিয়া,গল্লাক,চান্দ্রা এ সমস্ত বড় বাজারে সে মাছ-মুরগি কাটার কাজ করে জীবন-জীবিকা চালিয়ে যাচ্ছে।

বিনিময়ে সে প্রতিদিন ১ হাজার ৪ শ’থেকে ১ হাজার ৫ শ’ টাকা রোজগার করে। এখন তার অভাব অনটন নেই । আমাদের ইসলাম ধর্মে ভিক্ষা বৃত্তি কে ঘৃণা করা হয়েছে।

নূরুল ইসলাম অন্য কোনো পথে না গিয়ে নিজের দ’ুটো হাতকে দক্ষ একজন কর্মীর হাতে পরিণত করেছে। মহানবী (সা.) বলেছেন ‘ নবীর শিক্ষা করনা ভিক্ষা,মেহনত কর সবে।’

প্রতিবেদক : শফিউল আলম
আপডেট, বাংলাদেশ সময় ২:৪০ পিএম, ২০ জুন ২০১৭,মঙ্গলবার
এজি

Leave a Reply