Home / উপজেলা সংবাদ / হাইমচর / জলদস্যু থেকে রক্ষার জন্য নিরলস কাজ করে যাচ্ছে নীলকমল নৌ-পুলিশ
নীলকমল
ফাইল ছবি

জলদস্যু থেকে রক্ষার জন্য নিরলস কাজ করে যাচ্ছে নীলকমল নৌ-পুলিশ

ঝড় তুফান উপেক্ষা করে জীবনের বাজি রেখে জনগনের জানমালের নিরাপত্তা ব্যবস্থা করা জন্য কাজ করে যাচ্ছে নীলকমল নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আঃ জলিলের নেতৃত্বে।

মেঘনা নদীকে জলদস্যুর হাত থেকে রক্ষা করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। নদীতে কোথায় লোকজন বিপদের সংবাদ পাওয়ার সাথে সাথে ছুটে যান তিনি। কিছু দিন পূর্বে হাইমচরের মেঘনা নদীর মধ্য খানে জাহাজের ৯ শ্রমিক কে জীবিত উদ্ধার করেছে তার নেতৃত্বে। ঝড়ের কবলে পড়ে জাহাজের নিচ তলা ফেটে গেলে ডুবার পূর্বেই প্রচন্ড ঝড়কে উপেক্ষা করে উদ্ধার কাজে চলে যান।

এমন পুলিশ অফিসার আদৌ হাইমচরে আসছে কি না আমার জানা নেই। নদীতে লঞ্চ, জাহাজ কিংবা জেলেদের নৌকায় জলদস্যুর হয়েছে এমন সংবাদ আর পাওয়া যায়নি। নদীতে লঞ্চ কিংবা মানুষ ডুবে গেলে দিন রাত ছুটে যান তার সন্ধানে।

ইতিমধ্যেই ইলিশ সম্পদ রক্ষা করার জন্য অবদান রাখায় পেলেন মৎস্য অধিদপ্তর থেকে সম্মাননা কেস্ট। ইলিশের অভিযান আসলে এ বয়সে যে তিনি ৩০ বছরে যুবক হয়ে যান। জীবনের সকল ঝুকি নিয়ে সরকারের ঘোষিত ইলিশ সম্পদ রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা তার সাফল্য কামনা করছি।

প্রতিবেদক: বিএম ইসমাইল