Home / উপজেলা সংবাদ / হাইমচর / নীলকমলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আলোচনা সভা
হাইমচর

নীলকমলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আলোচনা সভা

হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মধ্যচরের চেয়ারম্যান বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারমান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটোয়ারী।

এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত বার্ষিকী উদযাপন ১৭ মার্চ হাইমচর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধমে পালন করা হবে। তিনি আরো বলেন, জাতির জনক ববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খোকা থেকে মজিবুর রহমান হয়েছেন। যার গায়ের জামা, বইসহ অন্যকে দান করেছেন এমন নজির দেখা যায় নি। রাজ পথে মানুষের অধিকার আদায়ের কথা বলে রাজ পথে সংগ্রাম করেছেন। শুধু ভাষা আন্দোলন নয় সকল সংগ্রাম আন্দোলনে নতৃত্ব দিয়েছেন। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে নারী পুরুষকে ঐক্যবদ্ধ করে ৯মাস যুদ্ধ করেছেন। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা ও ডা. দীপু মনির নেতৃত্বে হাইমচরে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি আরো বলেন, এ দূর্ঘম চরে জননেত্রী শেখ হাসিনা, ডা. দীপু মনি ও আপনাদের চেয়ারম্যানের প্রচেষ্টায় ঘরে ঘরে বিদুৎ পৌছেছে। অবাস্তবকে বাস্তব করাই আওয়ামীলীগ সরকারে লক্ষ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এম এ বাশার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্চাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগ নেতা খাদেমুল ইসলাম মিশু, ইউপি সদস্য হাশেম মাল, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফারুক মোল্লাহ, ইউপি সদস ও আওয়ামীলীগ নেতা বাচ্চু সরকার, ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহববায়ক আবুল কালাম মাঝি, সাউদ আল নাসের, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ওয়ালি উল্লাহ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছত্রলীগের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:মোঃ ইসমাইল,১৩ মার্চ ২০২১