Home / চাঁদপুর / নীতি নৈতিকতার পরিবর্তন করতে হবে : জেলা প্রশাসক
নীতি

নীতি নৈতিকতার পরিবর্তন করতে হবে : জেলা প্রশাসক

চাঁদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (১৫ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরপর ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হহ। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বলেন, সকালে গাছ লাগিয়ে বিকালে ফল খাওয়ার মন-মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নিজের নীতি নৈতিকতার পরিবর্তন করতে হবে। আমাদের সবার সচেতনতার কোন বিকল্প নেই। আমাদের সচেতনতা ও সহনশীলতার প্রয়োজন।

জেলা প্রশাসক আরো বলেন, ব্যবসায়ী মানে সবসময় ব্যবসা নয়। দিনশেষে সবাই আমরা ভোক্তা। মোবাইল কোর্ট হচ্ছে তাৎক্ষণিক একটা ব্যবস্থা। আমরা কোন কোন ক্ষেত্রে কঠোর হই। আমরা বলেছি এ বছর আমরা খুব কঠোর হবো।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা ক্যাব এর দপ্তর সম্পাদক বিপ্লব সরকার প্রমূখ।

আলোচনা সভায় ডকুমেন্টারি উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর হোসেন রুবেল।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৫ মার্চ ২০২৪