Home / সারাদেশ / নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরায় ১৮০ জেলে আটক

নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরায় ১৮০ জেলে আটক

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:

নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ ধরায়  থেকে ১৮০ জন জেলেকে ১২টি ট্রলারসহ আটক করেছে চট্টগ্রামের কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পূর্ব জোনের কমান্ডার ফয়জুল ইসলাম জানান, বঙ্গোপসাগরের এসব ট্রলার থেকে বিপুল পরিমাণ ইলিশ ও বিভিন্ন রকমের মাছ জব্দ করেছেন তারা।

কোস্ট গার্ডের টহল জাহাজ রূপসী বাংলা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সাঙ্গু গ্যাসক্ষেত্রের আশেপাশের সাগরে বিভিন্ন স্থানে এই অভিযান চালায়।

কমান্ডার ফয়জুল ইসলাম বলেন, “আটক জেলেদের চট্টগ্রামে পুলিশের হাতে সোপর্দ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মা ইলিশ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ ধরায় প্রতিদিনই উপকূলীয় জেলাগুলোতে জেলেদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হচ্ছে।

গত বুধবারও বঙ্গোপসাগরের বহিঃনোঙরে দুটি ট্রলার থেকে ৬০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়, ৪০ জন জেলেকে কোস্ট গার্ড আটক করে।