Home / চাঁদপুর / নির্বাচন অথবা আন্দোলন দু’টোর জন্যেই প্রস্তুত থাকতে হবে
Ghonotontro hotta

নির্বাচন অথবা আন্দোলন দু’টোর জন্যেই প্রস্তুত থাকতে হবে

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসে’ চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীর উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টা থেকে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাবেদক দল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে পুলিশের বাঁধাকে উপেক্ষা করে সমাবেশস্থলে যোগদান করেন।

সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে, ‘আওয়ামী লীগ ২০১৪ সনের ৫ জানুয়ারীর ভোটার বিহীন বির্তকিত একটি নির্বাচনের মাধ্যমে এদেশের গণতন্ত্রের কবর রচনা করেছিলো। সেদিন নিয়ম রক্ষার নাম করে শেখ হাসিনা গণতন্ত্রকে ও সাধারন মানুষের ভোটাধিকার পদদলিত করেছে। এখন তারা স্বাধীন বাংলাদেশের আবারো বাকশাল কায়েমের চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘ভোটবিহীন এই সরকারের সাথে জনগণের কোন সম্পৃক্ততা নেই। তারা প্রশাসনের বুকের উপর পা রেখে ক্ষমতায় টিকে আছে। জনবিচ্ছিন্ন এ সরকার আগামী দিনের নির্বাচনে তাদেও জামানত বাজেয়াপ্ত হওয়ার আশংকায় আছে। তাই আগামী দিনে খালেদা জিয়ার নির্দেশে নির্বাচন নাহয় আন্দোলন দুটোর জন্যই প্রস্তুত থাকতে হবে।’

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশীদ, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা স্বেচ্ছঅসেবক দলের আহবায়ক অ্যড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাধারন সম্পাদক আফজাল হোসেন, জেলা স্বেচ্ছঅসেবক দলের সদস্য সচিব হযরত আলী, জেলা আইনজীবি ফেরামের সভাপতি এড.মোস্তফা কামাল,জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার লাকী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:১৩ পিএম, ৫ জানুয়ারি ২০১৮, শুক্রবার
ডিএইচ