একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের জন্য পাচ্ছেন ১৯ দিন। আজ সোমবার থেকে শুরু হচ্ছে এই প্রচারণার কাজ। চলবে ২৮ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারকাজ শুরু করতে হবে। আর এটি বন্ধ করতে হবে ভোটগ্রহণ শুরু ৩২ ঘণ্টা আগে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারকাজ চালাতে পারবেন।
এবারের নির্বাচনে তিন হাজার ৬৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে আড়াই হাজারের মতো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। (যুগান্তর)
বার্তা কক্ষ
১০ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur