Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / নির্বাচনকে ব্যর্থ বা প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই: মায়া চৌধুরী
নির্বাচনকে

নির্বাচনকে ব্যর্থ বা প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই: মায়া চৌধুরী

বিএনপি আন্দোলনে মাঠে নামলে আওয়ামী লীগ রাজপথে তাদের ‘মোকাবিলা’ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য দুই বারের সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের কথায়। আওয়ামী লীগ বা বিএনপির কথায় নির্বাচন হবে না। ফলে বিএনপি যতই লাফালাফি করুক কোনো লাভ হবে না। সংবিধান মেনেই এদেশে সব রাজনৈতিক দলের রাজনীতি করতে হবে।

৩ জুন শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জামায়াত-বিএনপি কর্তৃক হত্যা-হুমকির প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন আ’লীগ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে মায়া চৌধুরী এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা লাশ চায়, লাশের রাজনীতি করে, দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু যতই ষড়যন্ত্র করুন কোনো লাভ নেই, নির্বাচনকে প্রতিহত করার ক্ষমতা আপনাদের নেই।

তিনি বিএনপির নেতাদের উদ্দেশ্য বলেন,ষড়যন্ত্রের পথে হাঁটবেন না গণতন্ত্রের পথে হাঁটবেন। গণতন্ত্রের পথে হাঁটলে নির্বাচন কমিশনকে মানতে হবে। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে হবে। নির্বাচনকে ব্যর্থ করার, প্রতিহত করার ক্ষমতা আপনাদের নেই।

আ’লীগের প্রভাবশালী এই নেতা আরও বলেন,মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, ২০২২ সালে দাঁড়িয়ে বিএনপি-জামায়াত ১৯৭৫ এর স্বপ্ন দেখে। ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার— এই সেøাগান দিয়ে শেখ হাসিনাকে হত্যার হুমকি দেখায়। মনে রাখবেন, মির্জা ফখরুল সাহেব এ বাংলাদেশে আর কোনো দিন ৭৫ ঘটতে দেওয়া হবে না।

এায়া চৌধুরী আরও বলেন, পদ্মাসেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল শেখ হাসিনা সে ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙ্গে দিয়ে আগামী ২৫ তারিখ স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনের মধ্য দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিলো দেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথকে ভয় পায় না। এই দল রাজপথের দল। ফখরুল সাহেব আসুন দেখে যান, রাজপথ আজ আওয়ামীলীগের দখলে আছে।

মায়া চৌধুরী বলেন,শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। দেশে স্বাধীনতা বিরোধী একটি মহল রয়েছে তারা দেশের উন্নয়ন-অর্জন চায় না। তাদের বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সচেতন থাকবে হবে।’

ষাটনল ইউনিয়ন আ’লীগের সভাপতি একেএম শরীফ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,মতলব উত্তর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড.রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,যুগ্ম-সাধারন সম্পাদক আইযুব আলী গাজী,চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিয়া মোঃ জাহাঙ্গীর আলম, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে জাহাঙ্গীর আলম হাওলাদার, শাজাহান প্রধান ও গাজী ইলিয়াছুর রহমান, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ফরাজীকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারী, সাধারন সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা মহিলালীগের সভাপতি পারভীন শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, তেজঁগাও থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জেলা পারিষদের সাবেক সদস্য মিনহাজ উদ্দিন খান, যুগ্ম-আহবায়ক তানজিদ সরকার রিয়াদ, ষাটনল ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ মেম্বার,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির রায়হান, জেলা জাতীয় পার্টীয় যুগ্ম-আহবায়ক ছিদ্দিকুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজীফ, আওয়ামীলীগ নেতা হারুন সরকার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির রায়হান, আওয়ামীলীগ নেতা শুখরঞ্জন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্লা, আওয়ামীলীগ নেতা এসএম মঞ্জুর আহমেদ কাজল, ষাটনল ইউসিয়স যুবলীগের সাধারন সম্পাদক সেলিম উদ্দিন টিটু প্রমূখ।

এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাসান মোর্শেদ আহার চৌধুরী, হাবিবুর রহমান হাফিজল তফাদার, বাগানবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া,কলাকান্দা ইউপি চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজী, আ’লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা,ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, উপজেলা শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, ছেংগারচর পৌর কৃষকলীগের সভাপতি আঃ কাদির প্রধান, পৌর আ’লীগ নেতা খোকন প্রধান, উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার, পৌরসাদুল্যাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মিয়া,পৌর আ’লীগের যুগ্ম-সম্পাদক চাঁন মিয়া বেপারী, উপজেলা যুবলীগের সদস্য রুবেল মিয়া বাবু,উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী মহাসান কাজল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরীফ হোসেন,পৌর স্বেচ্ছাবেসকলীগের সহ-সভাপতি মোসলেম দেওয়ান,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান,পৌর যুবলীগ নেতা বাদল ঢালী,রেজাউল করিম ডেঙ্গু, সোহেল রানাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবকলীগ ও অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ৩ জুন ২০২২