Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / একজন মানুষও যেন গৃহহীন না থাকে সে লক্ষে কাজ করছে শেখ হাসিনা
গৃহহীন

একজন মানুষও যেন গৃহহীন না থাকে সে লক্ষে কাজ করছে শেখ হাসিনা

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল হক মোহন বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। দেশের একজন মানুষও যেন গৃহহীন না থাকে এবং কষ্টে না থাকে সে লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

৩ জুন শুক্রবার বিকাল ৪ টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে “ক” তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন/ উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করার লক্ষে এ সভার আয়োজন করা হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন।

এছাড়াও বক্তব্য রাখেন নায়েরগাঁও দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সভাপতি চাঁনমিয়া প্রধান উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধান নারায়নপুর ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন রিপন মীর, নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজি , পিন্টু সাহা,সাইফুল ইসলাম মোহন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার ভূমি সেতু কুমার বড়ুয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ মহিউদ্দিন মিয়া মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু বি আর ডি বি’র চেয়ারম্যান মোফাজ্জল হোসেনসহ উপজেলা পরিষদের বিভাগের বিভিন্ন বিভাগের কর্মকর্তা,রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩ জুন ২০২২