চাঁদপুরের হাইমচর উপজেলার পশ্চিম চর কৃষ্ণপুর এলাকায় নিখোঁজ আতড় আলীর লাশ পার্শ্ববর্তী পুকুর হতে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গত বৃহস্পতিবার রাত ১০ টা থেকে আতড় আলীর খোঁজ না পেয়ে পরিবার এর লোকজন সকাল ৭ট ৩০ মিনিটের দিকে এ ফায়ার সার্ভিসকে খবর দেয়।
হাইমচর ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল সকাল ৭ টা ৪০ মিনিটে এসও অহিদুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তিনটি পুকুরে ঘন্টা ব্যাপী খোঁজাখুঁজি করার পরে ৮ টা ৪০ মিনিটে বাড়ির পাশে একটি পুকুর হতে ফায়ার ফাইটার জিএম আলমাছ, লিডার রতন শেখের সহায়তায় লাশটি উদ্ধার করেন।
প্রতিবেদক: বিএম ইসমাইল, ৭ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur