Home / সারাদেশ / নারায়ণগঞ্জে কারখানায় ভূত : সাময়িকভাবে বন্ধ ঘোষণা
নারায়ণগঞ্জে কারখানায় ভূত : সাময়িকভাবে বন্ধ ঘোষণা

নারায়ণগঞ্জে কারখানায় ভূত : সাময়িকভাবে বন্ধ ঘোষণা

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ১০:০৪ অপরাহ্ণ, ০৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘ভূত’ আতঙ্কে শ্রমিকদের অনুপস্থিতির কারণে রফতানিমুখী একটি পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আতঙ্ক ছড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং এ্যান্ড কম্পোজিট পোশাক কারখানার মালিকপক্ষ শনিবার দুপুর ১২টার দিকে কারখানা বন্ধের ঘোষণা দেন।

গ্রেফতারকৃতরা হলেন— ইয়াছিন মিয়া (২৬), ইয়ার হোসেন (২৫), লালন মিয়া (২৮), জুম্মন (২৫) ও হাছিনুর রহমান হাছান (২৭)।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন মালিকপক্ষের বরাত দিয়ে জানান, পোশাক কারখানায় বিভিন্ন অনিয়মের অভিযোগে এক মাস আগে কারখানার এজিএম জাহাঙ্গীর হোসেন ও নাদির হোসেনকে চাকরিচ্যুত করা হয়। এর পর চাকরিচ্যুতদের অনুসারী শ্রমিকরা পোশাক কারখানায় বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন।

এসআই গিয়াস উদ্দিন আরও জানান, এক সপ্তাহ আগে টয়লেটে গিয়ে দুই নারী শ্রমিক আঘাতপ্রাপ্ত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তারা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু জাহাঙ্গীর হোসেন ও নাদির হোসেনের অনুসারীরা ওই ঘটনায় ভূত আতঙ্কের গুজব ছড়ান। এরপর থেকে শ্রমিকরা ভূত আতঙ্কে কারখানায় প্রবেশ করতে চাইতেন না। শনিবার সকালেও ভূত আতঙ্কে শ্রমিকরা পোশাক কারখানায় প্রবেশ না করে চলে যায়। বাধ্য হয়ে মালিকপক্ষ সাময়িক সময়ের জন্য কারখানা বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়।

এদিকে, শুক্রবার রাতে বিশৃঙ্খলা ও পোশাক কারখানায় ক্ষতিসাধনের অভিযোগে ১৩২ জনের নাম উল্লেখ করে কারখানার মানবসম্পদ প্রশাসনিক কর্মকর্তা এম দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫