Home / চাঁদপুর / নাম্বারবিহীন সিএনজি-মোটর সাইকেল চাঁদপুরে ঢুকতে পারবে না
নাম্বারবিহীন সিএনজি-মোটর সাইকেল চাঁদপুরে ঢুকতে পারবে না

নাম্বারবিহীন সিএনজি-মোটর সাইকেল চাঁদপুরে ঢুকতে পারবে না

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা মঙ্গলবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, ‘জঙ্গি, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সকলকে আরো কঠোরভাবে নজরদারী দিতে হবে। নম্বার বিহীন সিএনজি ও মোটর সাইকেল যেন কোনো ভাবেই জেলার শহরে ঢুকতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। সিএনজি গ্যাস পাম্পে যেন লাইসেন্স বিহীন গাড়ি না ডুকতে পারে সেদিকে পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে নজরদারী হতে বাড়াতে হবে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাইয়ের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজাম্মান, সিভিল সার্জন রথিন্দ্রনাথ মজুমদার, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রদীপ কুমার দত্ত, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম প্রফেসর দেলওয়ার হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়া, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকতা মো. মোস্তাফিজুর রহমান, অধ্যপিকা মাসুদা নুর খানম, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদ কবির, বিআরটি এ সহকারী পরিচালক শেখ ইমরান হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাসছুজ্জামান, জেলা আনসার বিডিপির ড. লুৎফর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহম্মেদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্যাহ মোহাম্মদ আবু ছালেহ, ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়নাল আবদিন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদুল ইসলাম প্রমুখ

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ২:৩০ এএম, ২০ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply