জাতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার ক্রিকেটার শাহাদত হোসেন এর আগে কয়েকটি পণ্যের মডেল হয়েছেন। ২০০৬ সালে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মডেল হয়ে বেশ আলোচনায় আসেন।
সুঠাম দেহের এই খেলোয়ার এবার নাম লেখালেন নাটকের অভিনয়ে। সম্প্রতি তিনি ‘পুতুল পুতুল’ শিরোনামের একটি নাটকের শুটিং করেছেন।
ইফফাত আরেফীন মাহমুদ তন্বীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। প্রযোজনা করেছেন মাসুদুল হাসান। নাটকে শাহাদাতের বিপরীতে অভিনয় করেছেন পিয়া বিপাশা।
প্রথমবার নাটকে অভিনয় প্রসঙ্গে শাহাদত বলেন, ‘নাটকে অভিনয় করতে আমি আগ্রহী ছিলাম না। এই নাটকের প্রযোজক মাসুদুল হাসানের সঙ্গে আমার পরিচয় অনেক আগে থেকেই। মূলত তিনি আমাকে নাটকে অভিনয় করার জন্য প্রস্তাব দেন। এরপর নাটকের চিত্রনাট্য পড়ে আমি বুঝতে পারি আমার চরিত্রটি একজন ক্রিকেটারকে ঘিরে। ভাবলাম করা যেতেই পারে।’
নির্মাতা তপু খান জানালেন, বর্তমানে নাটকটির সম্পাদনার কাজ চলছে। আগামী ঈদে এটি যে কোনো বেসকারি চ্যানেলে প্রচার হবে।
নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ৭:০৭ পিএম,১১ আগস্ট ২০১৬,বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur