Home / সারাদেশ / নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত
বিজয়

নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

কুমিল্লার নাঙ্গলকোটে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে জেলা শহর থেকে প্রায় ৭০ কিলো মিটার দক্ষিণে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনের অদূরে তেজের বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে গিয়ে বগি লাইনচ্যুতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিকল্প লেইনে ট্রেন চলাচল করছে।’
রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
লিয়াকত আলী মজুমদার জানান, নির্ধারিত সময়ের অনেক পরে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ের এই কর্মকর্তা বলেন, ‘হঠাৎ গরমের কারণে এমন হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় বড় ধরণের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, কিছু যাত্রী সামান্য আহত হয়েছে।
ট্রেনটিকে উদ্ধার করতে লাকসাম জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৭ মার্চ ২০২৪