Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে নরমাল ডেলিবারী সামগ্রী বিতরণ
নরমাল

হাজীগঞ্জে নরমাল ডেলিবারী সামগ্রী বিতরণ

চাঁদপুরের হাজীগঞ্জে নরমাল ডেলিবারী সামগ্রী বিতরন করা হয়েছে।

‘নিরাপদ মাতৃত্বে আমরা সবাই ইনোভেশন কার্যক্রমের আওতায়’ নরমাল ডেলিবারী সেবা কার্যক্রম জোরদার করণে দশটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নরমাল ডেলিবারি সামগ্রী বিতরণ করা হয়েছে।

২০ সেপ্টেম্বর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন(টেলিকনফারেন্সের) সাংসদ মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম। স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারশন এজেন্সী ( জাইকা) অর্থায়নে এ ডেলিবারী সামগ্রী বিতরন হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেল পরিষদের চেয়ারম্যান গাজী মো: মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলী, হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ হারুনুর রশীদ। আরো বক্তব্যে রাখেন, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান মীর, প্রাণী সম্পদ কর্মকর্তা জুলফিকার আলী, উপজেলা প্রকৌশলী রেজোয়ানুর রহমান।

সভায় বিভিন্ন ইউনিটের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে দশটি স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দায়ীত্বশীলদের কাছে ডেলীবারী সামগ্রী গুলো বিতরণ করেন।

প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়