Home / সারাদেশ / নবীনগরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
ফুটবল

নবীনগরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

মাদকমুক্ত সমাজ গঠনে প্রত্যয়ে ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর কুমিল্লার বড় ফুটবল আসর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৯ম আসরের ফাইনাল খেলা। শনিবার বিকেলে নবীনগর উপজেলার ঐতিহাসিক লাউর ফতেহপুর মাঠে খেলার উদ্বোধন করেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

নবীনগরের জাতীয় সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। বৃহত্তর কুমিল্লার বড় এ ফুটবল আসরের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহাম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, পায়রা সমুদ্র বন্দরের পরিচালক ও উপসচিব ড. আতিকুল ইসলাম, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ সায়েমুল হুদা, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম চপল, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আলামিনুল হক আল আমিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও টুর্নামেন্টের সভাপতি নজরুল ইসলাম নজুর সভাপতিত্ব এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মারুফ, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুছা, মুরাদনগরের বাংরগরা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির আহমেদ, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ নেতা আল-আমীন, টুর্নামেন্টের সাধারন সম্পাদক আবু নছর সহ আরো অনেকে।

এমন একটি চমৎকার আয়োজনের জন্যে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহাম্মদের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। তারা বলেন, যুবসমাজকে মাদকমুক্ত করতে হলে এভাবেই খেলাধুলার প্রতি জোড় দিতে হবে।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় রতনপুর ফুটবল একাদশ বনাম ইব্রাহিমপুর ফুটবল একাদশ। খেলায় রতনপুর ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে ইব্রাহিমপুর ফুটবল একাদশ জয় লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

বৈরি আবহাওয়া উপেক্ষা করে লাখো দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ০২ জুলাই ২০২৩