সদ্য যোগদানকৃত চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকারের সাথে চাঁদপুর মডেল থানা পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরে যোগদানের পর প্রথম ১৫ সেপেটম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় সদর সার্কেল স্নিগ্ধা সরকার আসলে চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে নবাগত সদর সার্কেল চাঁদপুর মডেল থানা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. হারুনুর রশিদ, কমিউনিটি পুলিশিং এন্ড ইন্টেলিজেন্স মোরশেদ আলম ভূঁইয়া, মো. মনির হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক,১৫ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur