কুমিল্লার বরুড়ায় ঝুলন্ত অবস্থায় স্বর্ণা আক্তার(১৫) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বরুড়া পৌরসভার শাহারপদুয়া গ্রামে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বর্ণা ওই গ্রামের শাহ জাহানের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করতো বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বর্ণার মা প্রায় ১২ বছর আগে মারা যায়। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে সে। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে তাদের পরিবারে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো।
শুক্রবার সকাল ১১ টার দিকে তার বোন খাদিজা আক্তার ঘরের মধ্যে স্বর্ণার ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ এসে ওইদিন দুপুরে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে সে আত্নহত্যা করে থাকতে পারে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur