Home / সারাদেশ / বিজয় দিবসে‘মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উৎসব’রোববার শুরু
the women-.

বিজয় দিবসে‘মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উৎসব’রোববার শুরু

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে ‘মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উৎসব’ আগামী রোববার থেকে শুরু হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়,নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ৭ দিনব্যাপি এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে ।

ঢাকার শাহবাগস্থ জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আগামি রোববার সকাল সাড়ে ৯ টায় ‘ইভ্যালি সেলুলয়েডে ৭১’ শীর্ষক এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল।

উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
উৎসব আয়োজনের পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এস এস কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা শওকত হাসান মিয়া,বরেণ্য চলচ্চিত্রকার দেওয়ান নজরুল,ইভ্যালি’র সিনিয়র ম্যানেজার আবদুল্লাহ আল মামুন আকাশ,ইউ এস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম,চলচ্চিত্র অভিনেত্রী শাহনূর,এসএস কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল্লাহ সুমন ও উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব এমদাদুল হক ভূঁঞা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়,বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় সপ্তাহব্যাপি এ উৎসবে মুক্তিযুদ্ধের ওপর নির্র্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চাষী নজরুল ইসলামের‘ওরা ১১ জন’,সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী,নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল,আলমগীর কুমকুমের আমার জন্মভূমি,হুমায়ূন আহমেদের আগুণের পরশমণি,নাসির উদ্দিন বাচ্চুর গেরিলা ও তৌকির আহমেদের জয়যাত্রাসহ প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড, সেই রাতের কথা বলতে এসেছি এবং দেশে আগমন ও নট এ পেনি নট এ গান প্রদর্শিত হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রের প্রতি সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে বিনামূল্যে চলচ্চিত্র দেখে ‘র‌্যাফেল ড্র’র মাধ্যমে সঙ্গীসহ ঢাকা-মালেয়শিয়া-ঢাকা,ঢাকা-ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কলকাতা-ঢাকা এয়ার টিকেট বিজয়ী হওয়ার সুযোগ রয়েছে বলেও এ সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। বাসস

বার্তা কক্ষ ১৩ ডিসেম্বর,২০১৯