Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ‘ফরিদগঞ্জ ও হাজীগঞ্জের মানুষের মাঝে নতুন স্বপ্নের সূচনা হতে যাচ্ছে’
নতুন স্বপ্নের

‘ফরিদগঞ্জ ও হাজীগঞ্জের মানুষের মাঝে নতুন স্বপ্নের সূচনা হতে যাচ্ছে’

এমপি শফিকুর রহমান বলেছেন, একটি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে সেই এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেরও উন্নয়ন হয়। এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নয়ন হলে মানুষের আয় করার সুযোগ বৃদ্ধি পাবে। যার প্রভাব আমাদের জাতীয় আয়ের উপরও পড়ে। সেই জন্য ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলা মানুষের মাঝে আজ এক নতুন স্বপ্নের সূচনা হতে যাচ্ছে। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন উটতলী ব্রীজের নকশা চুড়ান্ত করণের মাধ্যমে শুধু দুই উপজেলাবাসীর যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন হবে তা নয়। আশপাশের উপজেলাসহ চার উপজেলার মানুষের ভাগ্যোন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে। আশা করছি নকশা চুড়ান্ত হওয়ায় এখন দ্রুত সেতু বিভাগ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করণ শেষে দৃশ্যমান হবে।

৬ মার্চ শনিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বাছপাড় গ্রামে উটতলী ব্রীজের নকশা চূড়ান্ত করণস্থান পরিদর্শন শেষে মুন্সীরহাট জিএন্ডএ আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শুধু এই ব্রীজ নয়, চাঁদপুর সেচ প্রকল্প বাঁধটি দুই লেনে উন্নিত করণ, ফরিদগঞ্জে সাংস্কৃতিক কেন্দ্র, মিনি স্টেডিয়াম করা হবে।

মুন্সীর হাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবর রহমান টিটুু মুুন্সীর সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক মোফাজ্জল হোসেন ও এড. কামরুল ইসলাম রোমান এর পরিলচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব (পিআরএল) মো. নূরুল আমিন, সেতু বিভাগের প্রকল্প পরিচালক এবাদত আলী, এলজিইডি চাঁদপুরের নিবার্হী প্রকৌশলী ইউনুছ হোসেন বিশ্বাস, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, আওয়ামীলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহাম্মদ মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন মিন্টু, জি এম তাবাচ্চুম, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, উপজলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক বাহাউদ্দিন খান বাহার প্রমুখ।

উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার বাছপাড় ও হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের উপর দিয়ে ৫৫ মিটার দীর্ঘ ১০৭ কোটি টাকা ব্যয়ে উটতলী ব্রীজটি চলতি অর্থ বছরের প্রথম একনেকে পাশ হয়।

প্রতিবেদক:শিমুল হাছান,৬ মার্চ ২০২১