Home / সারাদেশ / ‘নতুন প্রজন্ম দুর্নীতিকে ঘৃণা করে’
Ikbal Mahmud

‘নতুন প্রজন্ম দুর্নীতিকে ঘৃণা করে’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আমাদের নতুন প্রজন্ম দুর্নীতিকে ঘৃণা করে। আমি বিশ্বাস করি, দুর্নীতি দমন কমিশন যদি এসব সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করে তাহলে অনেকাংশেই দুর্নীতি বন্ধ করা সম্ভব। আপনারা আমাদের কাজের সমালোচনা করবেন। সমালোচনা না করলে আমরা বুঝতে পারব না আমাদের ভুল কোথায়।

আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সনাক-স্বজন, ইয়েস ইয়েস ফ্রেণ্ডস, ওয়াইপ্যাক জাতীয় সম্মেলন-২০১৮’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, দুর্নীতি দমন কমিশন কোনো সরকারে হয়ে কাজ করে না। এ প্রতিষ্ঠান জনগণের, আপনাদের। আমি বিশ্বাস করি, কমিশনের শক্তি হলো নতুন প্রজন্ম। আমরা বিদেশ থেকে আসিনি, আমরা এ দেশের সন্তান। আমি চাই আপনারা সবাই একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা করুন।

এ সময় দুদক চেয়ারম্যান একতাবদ্ধ হয়ে সকলকে কাজ করতেও আহ্বান জানান।-কালের কন্ঠ

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ৫০ এ.এম ২৬ ফেব্রুয়ারি২০১৮সোমবার।
এএস.