
আশিক বিন রহিম। আপডেট: ১০:৩৬ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
সাংস্কৃতিক সংগঠন নতুন কুঁড়ি চাঁদপুর এর ঈদ পুনর্মিলনী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের উপদেষ্ঠা ও চর সেনসান ইউনিয়নের সাবেক চেয়াম্যান জিতু মিয়া বেপারীর সভাপতিত্বে ও সদস্য সিধুর ভৌমিকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাড. আবুল কালাম সরকার।
চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর শাখার সভাপতি তপন সরকার, চাঁদপুর সাংস্কৃতি চর্চা কেন্দ্র বাস্তবায়ন কেন্দ্রের সদস্য সচিব ইয়াহিয়া কিরণ, সংগঠনের উপদেষ্টা অ্যাড. নুরুল হক কমল, হাইমচর পূজা উদযাপন পরিষষদের সভাপতি বিবেক লাল মজুমদার, মানবাধিকারকর্মী সবুজ ভদ্র প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত করা হয়।
চাঁদপুর টাইমস-ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur