Home / চাঁদপুর / ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান : আজ-কালের মধ্যে চাঁদপুরে সব ধান কাটার অনুরোধ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান : আজ-কালের মধ্যে চাঁদপুরে সব ধান কাটার অনুরোধ

চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সভায় চাঁদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড় আমফানের ক্ষেত্রে চাঁদপুরের জন্যে এখন পর্যন্ত আলাদা কোন বার্তা নেই।

তবে উপকূলীয় জেলা হিসেবে চাঁদপুরকে সর্বদা সতর্কতাবস্থায় থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান সংশ্লিষ্ট সকল বিভাগ যেমন, ভলান্টিয়ার, ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, রোভার স্কাউটদের প্রস্তুত থাকতে বলেছেন।

সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে : চাঁদপুরের ৩টি উপজেলা সদর, হাইমচর এবং মতলব উত্তরের চরের ৮টি ইউনিয়নে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্যে ইউএনওদের নির্দেশ দেয়া হয়েছে। এসব এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করে রাখতে বলা হয়েছে। পাউবো এবং নৌ-বন্দরের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রত্যেকটি আশ্রায়ন কেন্দ্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। জরুরী অবস্থা মোকাবেলার জন্যে প্রয়োজনীয় খাদ্য মজুদ রাখতে ডিআরআরও কে নির্দেশ দেয়া হয়েছে।

১৮ এবং ১৯ মে দুই দিনের মধ্যে চরাঞ্চলসহ ২টি সেচ প্রকল্পের পাকা ধান কেটে ঘরে তোলার জন্যে অনুরোধ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী। সভায় ডিডি এলজি, এডিসি জেনারেল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদসহ জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, ১৭ মে ২০২০