Home / আন্তর্জাতিক / ধর্ষণের রাজধানী কলকাতা!

ধর্ষণের রাজধানী কলকাতা!

গত দুবছরে ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। সম্প্রতি লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ধর্ষণ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই প্রতিভাই চৌধুরী।

তিনি বলেন, এক সময়ে বানতলা বা ফুলবাগানের মতো ঘটনাগুলো পশ্চিমবঙ্গের ইতিহাসে কালো আঁচড়ের দাগ হয়ে রয়েছে। ক্ষমতা বদলের পরে অনেকেই ভেবেছিলেন, পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু পার্কস্ট্রিট থেকে কামদুনি—নারীদের উপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পশ্চিমবঙ্গে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে এক হাজার ৬৫৬টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। সেই রাজ্যে ওই সময়ে নথিভুক্ত ধর্ষণের ঘটনা ৪৮৪টি।

ঋতব্রত বলেন, ‘‘পশ্চিমবঙ্গ এখন গোটা দেশে ধর্ষণের রাজধানীতে পরিণত হয়েছে। জঙ্গলের শাসন চলছে। নারীরা সব চেয়ে অ-সুরক্ষিত।”

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ১২:৫৬ অপরাহ্ন, ০৯ মার্চ ২০১৬, বুধবার

এমআরআর