চাঁদপুরের ফরিদগঞ্জে চাচীকে ধর্ষণ করে প্রবাসী চাচার কাছে মোবাইলে ধারণকৃত ধর্ষণের ভিডিও পাঠালো ভাতিজা। উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিষকাঁটালী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সৌদিপ্রবাসী স্বামীর কাছে ধর্ষণের ভিডিও পাঠিয়ে অর্থ দাবি করার অভিযোগে ভুক্তভোগী গৃহবধূ ১৪ সেপ্টেম্বর সোমবার থানায় মামলা দায়ের করেন।
পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে অভিযুক্ত রিয়াদকে আটক করে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার আদালতে প্রেরণ করে।
আরও পড়ুন: ফরিদগঞ্জে দুদিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের চৌকিদার বাড়ির সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে একই বাড়ির শফিকুর রহমানের প্রবাস ফেরত ছেলে রিয়াদ হোসেন ধর্ষণ করে। অবৈধ এ শারিরিক সর্ম্পকের ভিডিও মুঠো ফোনে ধারণ করে। পরে সে তার চাচার কাছে সেই ভিডিও চিত্র ও ছবি পাঠিয়ে অর্থ দাবি করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কাজী মো: জাকারিয়া চাঁদপুর টাইমসকে জানান, মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে।
প্রতিবেদক : শিমুল হাছান, ১৬ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur